ভারতের শাস্ত্রীয় ভাষা
বর্তমানে ভারতে মোট ছয়টি ভাষা ক্ল্যাসিকাল ল্যাঙ্গুয়েজ বা শাস্ত্রীয় ভাষা বা ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে। ভাষাগুলি হল - তামিল, সংস্কৃত, তেলেগু, কন্নড়, মালায়লম ও ওড়িয়া। নিম্নে সাল অনুযায়ী শাস্ত্রীয় ভাষা বা ক্ল্যাসিকাল ল্যাঙ্গুয়েজেরভারতের শাস্ত্রীয় ভাষা তালিকা তালিকা দেওয়া হল –
ভাষা |
মর্যাদা
সাল |
তামিল |
২০০৪ |
সংস্কৃত |
২০০৫ |
তেলেগু |
২০০৮ |
কন্নড় |
২০০৮ |
মালায়ালম |
২০১৩ |
ওড়িয়া |
২০১৪ |