KNOWLEDGEYOGI.IN
13th, 14th November Current Affairs in Bengali
1.World Kindness Day পালন করা হয় কবে?
উত্তর:: ১৩ই নভেম্বর
☞ এবছরের থিম ছিল-“Be Kind Whenever Possible”
2.কোন সালটি ASEAN-India Friendship Year হিসাবে ঘোষিত হলো?
উত্তর:: ২০২২
☞ এই বছরই ৩০ বছর পার্টনারশীপ সম্পূর্ণ হচ্ছে
3.কোন সালের শেষে উড়িষ্যা বস্তিমুক্ত হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক?
উত্তর:: ২০২৩
4.42nd International Congress of the INCA উদ্বোধন করা হলো কোথায়?
উত্তর:: দেরাদুন
5.২০২৭ সালের মধ্যে Interest-Free Banking System রূপায়ণ করবে কোন দেশ?
উত্তর:: পাকিস্তান
6.সম্প্রতি গুরুজী স্টুডেন্ট ক্রেডিট কার্ড যোজনা লঞ্চ করলো কোন রাজ্য?
উত্তর:: ঝাড়খন্ড
7.Middle East Green Initiative-এর জন্য ২.৫ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে কোন দেশ?
উত্তর:: সৌদি আরব
8.সম্প্রতি কোন রাজ্যে Walong Mela-র আয়োজন করলো ইন্ডিয়ান আর্মি?
উত্তর:: অরুনাচল প্রদেশ
9.'Best State Agribusiness Award-2022' জিতলো কোন রাজ্য?
উত্তর:: হরিয়ানা
10.অর্থনৈতিক সংকটের মোকাবিলা করার জন্য কোন দেশকে ৪.৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে IMF?
উত্তর:: বাংলাদেশ
11.International Cricket Council(ICC)-এর চেয়ারম্যান হিসাবে পুনরায় নির্বাচিত হলেন কে?
উত্তর:: Greg Barclay
❏ হেড কোয়ার্টার- দুবাই
❏ প্রতিষ্ঠা সাল- ১৯০৯ সালের ১৫ই জুন
12.সম্প্রতি প্রয়াত ড. আর.এল. কাশ্যপ কে ছিলেন?
উত্তর:: গণিতজ্ঞ
❏ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর
❏ ২০২১ সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন
13.পাকিস্তানকে পরাজিত করে 2022 ICC Men's T20 World Cup জিতলো কোন দেশ?
উত্তর:: ইংল্যান্ড
14.ডোপিং এর কারণে ৫ বছরের জন্য ব্যান হওয়া Keneth Kiprop Renju কোন দেশের রানার?
উত্তর:: কেনিয়া
15.কোথায় ১০৮ ফুট লম্বা Nadaprabhu Kempegowda-র ব্রোঞ্জের স্ট্যাচু উন্মোচন করলেন নরেন্দ্র মোদী?
উত্তর:: বেঙ্গালুরু
❏ এই স্ট্যাচুটির নাম দেওয়া হয়েছে ‘Statue of Prosperity’
16.৩২তম বিহারী পুরস্কার পেলেন কোন লেখক?
উত্তর:: মাধব হাদা
17.কোন দেশের দ্বারা Royal Order of Merit সম্মানে ভূষিত হলেন নোবেল জয়ী রসায়নবিদ ভেঙ্কি রামাকৃষ্ণন?
উত্তর:: ব্রিটেন
❏ তিনি ২০০৯ সালে রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন
18.সম্প্রতি Currency Monitoring List থেকে কোন দেশকে বাদ দিল আমেরিকা?
উত্তর:: ভারত
19.ভারতের প্রথম Multi-Modal Logistics Park কোথায় তৈরি করবে Reliance কোম্পানি?
উত্তর:: তামিলনাড়ু
20.সম্প্রতি ভারতীয় রেল কত শতাংশ ব্রডগেজ রেল নেটওয়ার্কের বিদ্যুতিকরন করেছে?
উত্তর:: ৮২%
- রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষার খবর এবং শিক্ষামূলক সমস্ত রকম সংবাদ সবার প্রথমে পেতে নিয়মিত এই https://www.knowlege.in/পাতায় চোখ রাখুন।