16th November Current Affairs in Bengali
![]() |
16th November Current Affairs in Bengali |
1.National Press Day পালন করা হয় কবে?
উত্তর:: ১৬ই নভেম্বর
2.Prasar Bharati-র CEO পদে নিযুক্ত হলেন কে?
উত্তর:: গৌরব দ্বিবেদী
3.TRA-এর রিপোর্ট অনুযায়ী, ভারতের Strongest Telecom Brand কোনটি?
উত্তর:: Jio
4.17th G20 Summit শুরু হলো কোথায়?
উত্তর:: ইন্দোনেশিয়া
➬ ইন্দোনেশিয়ার বালিতে এটি শুরু হলো
5.প্রথম G7 ‘Global Shield’ Climate Funding পাচ্ছে পাকিস্তান এবং কোন দেশ?
উত্তর:: বাংলাদেশ
6.Religare Enterprises কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে?
উত্তর:: যোগেশ্বর দত্ত
➬ তিনি হরিয়ানার ফ্রি স্টাইল রেসলার
7.Brazilian Grand Prix 2022 শিরোপা জিতলেন কোন রেসিং কার ড্রাইভার?
উত্তর:: George Russell
➬ তিনি ব্রিটিশ রেসিং কার ড্রাইভার
8.মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার ২০২২ পাচ্ছেন শরথ কমল আচন্ত, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত?
উত্তর:: টেবিল টেনিস
➬ তিনি চেন্নাইয়ে জন্ম গ্রহণ করেছিলেন
9.আন্তর্জাতিক গীতা মহোৎসব কোথায় আয়োজিত হচ্ছে?
উত্তর:: হরিয়ানা
➬ হরিয়ানার কুরুক্ষেত্রে এটির আয়োজন করা হচ্ছে
10.Most Valued Team of 2022 T20 World Cup হিসাবে নামাঙ্কিত হলেন বিরাট কোহলি এবং কে?
উত্তর:: সূর্য কুমার যাদব
- রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষার খবর এবং শিক্ষামূলক সমস্ত রকম সংবাদ সবার প্রথমে পেতে নিয়মিত এইhttps://www.knowlege.in/পাতায় চোখ রাখুন।