17th - 18th November Current Affairs in Bengali
![]() |
17th - 18th November Current Affairs in Bengali |
1.International Students Day পালন করা হয় কবে?
উত্তর:: ১৭ই নভেম্বর
⇝ এবছরের থিম হলো-“the transformation of education begins with teachers.”
2.জাপানের তরফ থেকে Deming Award 2022 পেলেন কে?
উত্তর:: লক্ষ্মীনারায়ণ গণেশ
⇝ তিনি Rane Group এর চেয়ারম্যান
3.আদিবাসীদের ভূমি অধিকার প্রদান করতে মিশন বসুন্ধরা ২.০ লঞ্চ করলো কোন রাজ্য?
উত্তর:: আসাম
4.WhatsApp India-র হেড পদ থেকে পদত্যাগ করলেন কে?
উত্তর:: অভিজিৎ বোস
5.Women Self-Help Groups Conference অনুষ্ঠিত হলো কোথায়?
উত্তর:: মধ্যপ্রদেশ
6.Climate Change Performance Index 2023-এ ভারতের স্থান কত?
উত্তর:: ৮
⇝ প্রথম স্থানে রয়েছে ডেনমার্ক ও সুইডেন
7.অস্ট্রেলিয়াকে পরাজিত করে Billie Jean King Cup জিতলো কোন দেশ?
উত্তর:: সুইজারল্যান্ড
⇝ এই কাপটি মহিলাদের টেনিস খেলার সঙ্গে যুক্ত
8.জাতি সংঘের রিপোর্ট অনুযায়ী, কোন সালে ভারত বিশ্বের সবথেকে জনবহুল দেশে পরিণত হবে?
উত্তর:: ২০২৩
9.RBI-এর সেন্ট্রাল বোর্ডের ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
উত্তর:: বিবেক যোশী
⇝ হেড কোয়ার্টার- মুম্বাই
⇝ প্রতিষ্ঠা সাল- ১৯৩৫ সালের ১লা জুলাই
⇝ গভর্ণর- শক্তিকান্ত দাস
10.সম্প্রতি IOA Athletes Commission-এর সদস্য হিসাবে নির্বাচিত হলো কয়জন ক্রীড়াবিদ?
উত্তর:: ৪ জন
⇝ তাঁরা হলেন- মেরি কম, পিভি সিন্ধু, মীরাবাই চানু এবং গগন নারাং
11.সম্প্রতি সি.ভি. আনন্দ বোস কোন রাজ্যের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হলেন?
উত্তর:: পশ্চিমবঙ্গ
12.বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্টিল উৎপাদক দেশের তকমা পেল কে?
উত্তর:: ভারত
❑ প্রথম স্থানে রয়েছে চীন
13.সম্প্রতি NITI Aayog-এর ফুল টাইম মেম্বার হলেন কে?
উত্তর:: অরবিন্দ ভির্মানি
❑ হেড কোয়ার্টার- নিউ দিল্লি
❑ প্রতিষ্ঠা সাল- ২০১৫ সালের ১লা জানুয়ারি
❑ বর্তমান CEO- পরমেস্বরন আইয়ার
14.চাঁদের উদ্দেশ্যে Artemis-1 রকেট লঞ্চ করলো কোন মহাকাশ গবেষণা সংস্থা?
উত্তর:: NASA
❑ হেড কোয়ার্টার- ওয়াশিংটন
❑ প্রতিষ্ঠা সাল- ১৯৫৮ সালের ১লা অক্টোবর
15.২০২৪ প্যারিস অলিম্পিকের ম্যাসকট হিসাবে ঘোষিত হলো কোনটি?
উত্তর:: Phrygian cap
16.উট সংরক্ষণ করতে ২.৬০ কোটি টাকার Camel Conservation Scheme লঞ্চ করলো কোন রাজ্য?
উত্তর:: রাজস্থান
17.Meta India-র কান্ট্রি হেড পদে নিযুক্ত হলেন কে?
উত্তর:: সন্ধ্যা দেবানাথন
18.উত্তরাখণ্ড হাইকোর্টকে নৈনিতাল থেকে সরিয়ে নিয়ে গিয়ে কোথায় প্রতিষ্ঠা করা হবে?
উত্তর:: হলদ্বানি
19.1st Global Media Congress হোস্ট করবে কোন দেশ?
উত্তর:: সংযুক্ত আরব অমিরাত (UAE)
20.নেপাল নির্বাচনের ইন্টারন্যাশনাল অবজার্ভার হিসাবে নিযুক্ত হলেন কে?
উত্তর:: রাজিব কুমার
❑ তিনি ভারতের চিফ ইলেকশন কমিশনার
- রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষার খবর এবং শিক্ষামূলক সমস্ত রকম সংবাদ সবার প্রথমে পেতে নিয়মিত এই https://www.knowlege.in/পাতায় চোখ রাখুন।