জি-২০ শীর্ষ সম্মেলন 2022
![]() |
১৪-১৬ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়া প্রধানমন্ত্রী জোকো উইডোডোর আমন্ত্রণে ১৭তম জি-২০ শীর্ষ সম্মেলনে যোগদান করতে ইন্দোনেশিয়ার বালি সফর করলেন। সম্মেলনের ফাঁকে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করলেন।
মার্কিন যুক্তরাষ্টের প্রেসিডেন্ট ও ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক
: ১৫
নভেম্বর ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ
সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্টের
প্রেসিডেন্ট জো বাইডেন এর
সঙ্গে বৈঠক করলেন। দুই
দেশ উদ্ভাবনী প্রযুক্তি, অ্যাডভান্সড কম্পিউটার, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ অন্যান্য
বিষয়ে
সহযোগিতার জন্য একত্রে কাজ
করার জন্য বৈঠকে অঙ্গীকারবদ্ধ
হল। এরপর তিনি মার্কিন
যুক্তরাষ্টের প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী জোকো উইডোডোর সঙ্গে
বৈঠক করলেন। এই বৈঠকে তিনি
জি-২০ বৈঠকের গুরুত্ব
নিয়ে আলোচনা করলেন। তিন দেশের মধ্যে অর্থনৈতিক, প্রযুক্তিগত মনোভাব বজায় রাখতে এই বৈঠকে জোর দেওয়া হল।
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : ১৬ নভেম্বর জি-২০
বৈঠকের
ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী
লি হেসিয়ে লং এর সঙ্গে
বৈঠক করলেন। সিঙ্গাপুর ও ভারতের মধ্যে
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এবং গ্রিন ইকোনমি,
পরিকাঠামো এবং ডিজিটাল ক্ষেত্রে
দুই দেশের সহযোগিতা বৃদ্ধির
বিষয়ে
দুই দেশ একে অপরকে
সহায়তা করতে বলে বৈঠকে
অঙ্গীকার করল। প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদী সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হেসিয়েন লংকে
ভারতে আসার আমন্ত্রণ জানালেন।
ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক : ১৬ নভেম্বর জি-২০
বৈঠকের
ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের প্রেসিডেন্ট
এমানুয়েল ম্যাক্রোন এর সঙ্গে বৈঠক
করলেন। দুই দেশ বৈঠকে
প্রতিরক্ষা, সিভিল নিউক্লিয়ার, বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে
সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করল।
জার্মানির চ্যান্সেলরের সঙ্গে বৈঠক : ১৬ নভেম্বর জি-২০
বৈঠকের
ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জার্মানির চ্যান্সেলর
ওলফ স্কোলজ এর সঙ্গে বৈঠক
করলেন। এটি দুই দেশের
রাষ্ট্রপ্রধানের মধ্যে অনুষ্ঠিত এবছরের তৃতীয় বৈঠক। দুই দেশের মধ্যে
প্রতিরক্ষা, সুরক্ষা, অভিবাসন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা
অনুষ্ঠিত হল।
ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক :
১৬ নভেম্বর ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনের
ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করলেন। বৈঠকের
প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির প্রধানমন্ত্রীকে
নির্বাচনে জয়লাভ ও ইতালির প্রথম
মহিলা প্রধানমন্ত্রী হওয়ার
জন্য
অভিনন্দন জানালেন। বাণিজ্য, বিনিয়োগ, সন্ত্রাসদমন সহ একাধিক বিষয়ে
দুই দেশের কূটনৈতিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে দুই
রাষ্ট্রপ্রধান সহমত পোষণ করল।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক :
১৬ নভেম্বর ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনের
ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
জিওর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করলেন। বৈঠকে
দুই দেশের মধ্যে সুরক্ষা, সন্ত্রাসদমন, শিক্ষা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত
হল ।
ব্রিটিশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক :
১৬ নভেম্বর ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনের
ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিটিশ যুক্তরাজ্যের
প্রধানমন্ত্রী ঋষি শুনাকের সঙ্গে
বৈঠক করলেন। প্রথমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঋষি শুনাককে
ব্রিটিশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার জন্য
অভিনন্দন
জানালেন। দুই দেশ বৈঠকে
সর্বক্ষেত্রে একে অপরকে সহায়তার
আশ্বাস প্রদান করল। নরেন্দ্র মোদী
ঋষি শুনাককে ভারতে আসার আহ্বান জানালেন।
১৭তম জি-২০ শীর্ষ সম্মেলন :
১৪-১৬ নভেম্বর ইন্দোনেশিয়ার
বালিতে ইন্দোনেশিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হল ১৭তম জি-২০ শীর্ষ সম্মেলন।
এই সম্মেলনের এবছরের থিম-‘Recover Together- Recover
Stronger'। এই বৈঠকে ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি অন্যান্য
রাষ্ট্রপ্রধানরাও
অংশগ্রহণ করেছিলেন। এই সম্মেলনে খাদ্য
ও শক্তি সুরক্ষা, স্বাস্থ্য এবং ডিজিটাল ট্রান্সফর্মেশন
নিয়ে আলোচনা অনুষ্ঠিত হল। এই শীর্ষ
সম্মেলন উপলক্ষ্যে রাষ্ট্রপ্রধানরা তামান হুতান রায়া নগুড়াঃ রাই ম্যানগ্রোভ অরণ্যে
ভ্রমণ করলেন।
রাষ্ট্রপ্রধানরা
মিলে গঠন করল ম্যানগ্রোভ
এলায়েন্স ফর ক্লাইমেট। ভারত
ছাড়াও এর সদস্য হল
শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জাপান ও স্পেন। বৈঠকের
শেষে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো জি-২০ সভাপতিত্বের দায়িত্ব
ভারতের প্রধানমন্ত্রী
নরেন্দ্র
মোদীর হাতে তুলে দিলেন
কারণ ১৮তম জি-২০
শীর্ষ সম্মেলন নতুন দিল্লিতে ২০২৩
সালের ৯-১০ সেপ্টেম্বর
অনুষ্ঠিত হবে।