1st Novembar Current Affairs in Bengali
1)সম্প্রতি ত্রিপক্ষীয় বিদ্যুৎ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে- ভারত, নেপাল ও বাংলাদেশ।
2) সম্প্রতি প্রথম সুপারক্যাপাসিটর প্লান্ট উন্মোচন করেছে- কেরালা।
3)সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রীসভা শাস্ত্রীয় ভাষার মর্যাদা দিয়েছে- মোট পাঁচটি ভাষাকে। (Memory Bank: বর্তমানে মোট শাস্ত্রীয় ভাষার সংখ্যা 11 টি। সম্প্রতি যে পাঁচটি ভাষা মর্যাদা পেয়েছে সেগুলি হল- বাংলা, মারাঠি, অসমীয়া, পালি ও প্রাকৃত।)
4)সম্প্রতি হিমাচল প্রদেশের পর্যটনের জন্য $162 মিলিয়ন ঋণ অনুমোদন করেছে- এশিয়ান
ডেভেলপমেন্ট ব্যাংক।
5)Aayush
Medical Value Travel Summit 2024” উদ্বোধন হয়েছে- মুম্বাইতে।
6) সাম্প্রতিক খবরে দেখা মাউন্ট এরেবুস অবস্থিত- আন্টার্কটিকা মহাদেশে।
8)ভারতের ক্রুজ পর্যটনকে বাড়ানোর জন্য মন্ত্রণালয় শুরু করেছে- ক্রুজ ভারত মিশন।
9)সম্প্রতি খবরে আসা ‘হারপুন মিসাইল তৈরি করেছে- আমেরিকা।
Also read: R recruitment CIL MT 2024: Coal India Limited (CIL) 2024 Notification Out for 640 Posts
Also read: 26 অক্টোবর, 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স
Also read: Sai Rcruitment 2024
Also read: বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 27 অক্টোবর,