25th November 2024 Current
Affairs in Bengali | ২৪শে নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
1.বিশ্ব টেলিভিশন দিবস পালন করা হয় ২১শে নভেম্বর; এবছরের থিম হলো- “Television: Connecting the World”
2.দক্ষিণ আফ্রিকার কাছে G20
Presidency হস্তান্তর করলো ব্রাজিল
3.তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে ১০,০০০ রান পূর্ণ করলেন গ্লেন ম্যাক্সওয়েল
4.Miss
Universe 2024 শিরোপা জিতলেন ডেনমার্কের Victoria Kjaer Theilvig
5.নাইজেরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ জাতীয় সম্মান 'The
Grand Commander of the Order of Niger'-এ ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
6.Global
Soil Conference 2024 অনুষ্ঠিত হলো নিউ দিল্লীতে
7.মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন বিচারপতি ডি কৃষ্ণকুমার
8.Grievance
Redressal Assessment and Index (GRAI) 2023 চালু করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
9. Corporate
Social Responsibility (CSR) বিভাগে Green World
Environment Award 2024 পেয়েছে Coal
India Limited (CIL)
10.২৪ আর্থিক বর্ষে কার্গো ভলিউমের নিরিখে ভারতের বৃহত্তম বন্দর হলো পারাদ্বীপ