26th November 2024 Current Affairs in Bengali | ২৬শে নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
![]() |
২৬শে নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স |
1.World
Antimicrobial Awareness Week (WAAW) পালন করা হয় ১৮-২৪ নভেম্বর; এবছরের থিম হলো-“Educate. Advocate. Act now.”
2.কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করা হবে ভারতের কিংবদন্তি ঝুলন গোস্বামীর নামে
3.সম্প্রতি অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের ট্রায়াথলন খেলোয়াড় Alistair Brownlee
4.'Mahila Samwad' নামে ক্ষমতায়ন কর্মসূচি চালু করলো বিহার
5.International Solar Alliance (ISA)-এর ১০৪তম সদস্য হিসেবে যোগদান করলো আর্মেনিয়া
6.২০২৫ সালে Khelo
India Youth Games (KIYG) এবং Khelo India Para Games
(KIPG)-এর আয়োজন করবে বিহার
7.ভারতের প্রথম 'সংবিধান জাদুঘর' খোলা হয়েছে হরিয়ানার ও.পি. জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটিতে
8.আসামের করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে রাখা হয়েছে শ্রীভূমি
9.নেপাল সেনাবাহিনীর
Honorary General পদে ভূষিত হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
10.6th Annual Summit of the Leadership Group for Industry Transition
(LeadIT) অনুষ্ঠিত হলো আজারবাইজানের বাকুতে