-->

Ads Area

MCQ: থর মরুভূমি (Thar Desert)

 

MCQ : থর মরুভূমি (Thar Desert)



 থর মরুভূমি , যা গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট নামেও পরিচিত, ভারতীয় উপমহাদেশের উত্তর-পশ্চিম অংশের একটি শুষ্ক অঞ্চল যা ভারত পাকিস্তানের 200,000 কিমি  (77,000 বর্গ মাইল) এলাকা জুড়ে রয়েছে। এটি বিশ্বের 18 তম বৃহত্তম মরুভূমি এবং বিশ্বের 9 তম বৃহত্তম উষ্ণ উপক্রান্তীয় মরুভূমি।

 

() ভারতের মোট ভৌগোলিক এলাকার কত শতাংশ থর মরুভূমি অধিকার করে রয়েছে?

[A] .৫৬%

 [B] .৯০%

 [C] .২৭%

[D] .৫০%


.৫৬%,


() নিচের কোন ক্যানেল থর মরুভূমির ওপর দিয়ে গিয়েছে?

 [A] ইন্দিরা গান্ধী ক্যানেল

 [B] বাকিংহাম ক্যানেল

 [C] কাকাতিয়া ক্যানেল

 [D] দুর্গাবতী ক্যানেল

 

ইন্দিরা গান্ধী ক্যানেল

 

() থরু মরুভূমির কোথায় ভারত পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছে?

[A] মোহনগড়

 [B] পোখরান

 [C] দেবীকোট

 [D] রামগড়

 

পোখরান

 

() সমগ্র থরু মরুভূমির কত শতাংশ ভারতের অন্তর্গত?

 [A] ৯৫%

 [B] ৮৫%

 [C] ৬০%

[D] ৪৫%


৮৫%


 () থর মরু অঞ্চলে উৎপাদিত প্রধান কৃষিজ ফসল কোনটি?

 [A] ভুট্টা

[B] কার্পাস

 [C] বাজরা

[D] আলু

 

 বাজরা

 

() থর মরু অঞ্চলের কোন সম্প্রদায় বন্যপ্রাণ সংরক্ষণে বিখ্যাত?

 [A] কালবেলিয়া

[B] সাহারিয়া

 [C] বিষ্ণোই

[D] বানজারা

 

বিষ্ণোই

 

() থর মরুভূমিতে চলমান বালিয়াড়িগুলি কি নামে পরিচিত?

[A] ধান্দ

 [B] শাটস

[C] খেজরি

 [D] ধ্রিয়ান

 

ধ্রিয়ান

 

 () থর মরু অঞ্চলের কোন শহরে ভারতের 'জাতীয় উট গবেষণা কেন্দ্র' রয়েছে?

[A] যোধপুর

 [B] বারমের

 [C] জয়সলমীর

 [D] বিকানীর


বিকানীর

 


() থর মরু অঞ্চলের কোন শহরে সোনার কেল্লা রয়েছে?

[A] জয়সলমীর

 [B] বারমের

 [C] যোধপুর

 [D] বিকানীর

 


জয়সলমীর

 

 (১০) থর মরুভূমির কোন বৃক্ষ 'মরুভূমির রাজা' নামে পরিচিত?

 [A] খেজরি

[B] কারিরা

 [C] গুগুল

 [D] সণিয়া

 

খেজরি

 

 

Post a Comment

0 Comments

Ads Area