MCQ : থর মরুভূমি (Thar Desert)
(১) ভারতের মোট ভৌগোলিক এলাকার কত শতাংশ থর মরুভূমি অধিকার করে রয়েছে?
[A] ৪.৫৬%
[B] ৩.৯০%
[C] ৫.২৭%
[D] ২.৫০%
৪.৫৬%,
(২) নিচের কোন ক্যানেল থর মরুভূমির ওপর দিয়ে গিয়েছে?
[A] ইন্দিরা গান্ধী ক্যানেল
[B] বাকিংহাম ক্যানেল
[C] কাকাতিয়া ক্যানেল
[D] দুর্গাবতী ক্যানেল
ইন্দিরা গান্ধী ক্যানেল
(৩) থরু মরুভূমির কোথায় ভারত পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছে?
[A] মোহনগড়
[B] পোখরান
[C] দেবীকোট
[D] রামগড়
পোখরান
(৪) সমগ্র থরু মরুভূমির কত শতাংশ ভারতের অন্তর্গত?
[A] ৯৫%
[B] ৮৫%
[C] ৬০%
[D] ৪৫%
৮৫%
(৫) থর মরু অঞ্চলে উৎপাদিত প্রধান কৃষিজ ফসল কোনটি?
[A] ভুট্টা
[B] কার্পাস
[C] বাজরা
[D] আলু
বাজরা
(৬) থর মরু অঞ্চলের কোন সম্প্রদায় বন্যপ্রাণ সংরক্ষণে বিখ্যাত?
[A] কালবেলিয়া
[B] সাহারিয়া
[C] বিষ্ণোই
[D] বানজারা
বিষ্ণোই
(৭) থর মরুভূমিতে চলমান বালিয়াড়িগুলি কি নামে পরিচিত?
[A] ধান্দ
[B] শাটস
[C] খেজরি
[D] ধ্রিয়ান
ধ্রিয়ান
(৮) থর মরু অঞ্চলের কোন শহরে ভারতের 'জাতীয় উট গবেষণা কেন্দ্র' রয়েছে?
[A] যোধপুর
[B] বারমের
[C] জয়সলমীর
[D] বিকানীর
বিকানীর
(৯) থর মরু অঞ্চলের কোন শহরে সোনার কেল্লা রয়েছে?
[A] জয়সলমীর
[B] বারমের
[C] যোধপুর
[D] বিকানীর
জয়সলমীর
(১০) থর মরুভূমির কোন বৃক্ষ 'মরুভূমির রাজা' নামে পরিচিত?
[A] খেজরি
[B] কারিরা
[C] গুগুল
[D] সণিয়া
খেজরি