ক্যুইজ : ভারতের রামসার সাইট (Ramsar Sites of India)
১) বর্তমানে ভারতে রামসার সাইটের সংখ্যা কত?
[A] ৮৫ টি
[B] ৮২ টি
[C] ৭৫ টি
[D] ৭১ টি
৮৫ টি
(২) বর্তমানে ভারতের বৃহত্তম রামসার সাইট কোনটি?
[A] ভিতরকণিকা ম্যানগ্রোভ
[B] সুন্দরবন জলাভূমি
[C] অষ্টমুড়ি জলাভূমি
[D] পূর্ব কলকাতা জলাভূমি
সুন্দরবন জলাভূমি
(৩) বর্তমানে ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক রামসার সাইট রয়েছে?
[A] উত্তরপ্রদেশ
[B] পশ্চিমবঙ্গ
[C] তামিলনাড়ু
[D] মধ্যপ্রদেশ
তামিলনাড়ু
(৪) নিচের কোনটি উত্তর-পূর্ব ভারতের একটি রামসার সাইটের উদাহরণ নয়?
[A] লোকটাক হ্রদ
[B] দীপর বিল
[C] রুদ্রসাগর হ্রদ
[D] উমিয়াম হ্রদ
উমিয়াম হ্রদ,
(৫) কোন দুটি রামসার সাইট ভারতের প্রথম রামসার সাইট হিসেবে পরিচিত?
[A] চিল্কা হ্রদ এবং কেওলাদেও জাতীয় উদ্যান
[B] রেণুকা হ্রদ এবং সুলতানপুর জাতীয় উদ্যান
[C] সম্বর হ্রদ এবং পিচাভরম ম্যানগ্রোভ
[D] লোকটাক হ্রদ এবং ভিতরকণিকা ম্যানগ্রোভ
চিল্কা হ্রদ এবং কেওলাদেও জাতীয় উদ্যান
(৬) কে 'পূর্ব কলকাতা জলাভূমি' শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন?
[A] সুভাষ দত্ত
[B] ধ্রুবজ্যোতি ঘোষ
[C] ইন্দিরা চক্রবর্তী
[D] স্বাতী নন্দী চক্রবর্তী
ধ্রুবজ্যোতি ঘোষ
(৭) রামসার সাইটের সংখ্যা অনুসারে, বর্তমানে ভারত বিশ্বে কোন স্থান অধিকার করে?
[A] প্রথম
[B] দ্বিতীয়
[C] তৃতীয়
[D] চতুর্থ
তৃতীয়
(৮) রামসার সাইটের মর্যাদা প্রাপ্ত রোপার জলাভূমি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
[A] ওড়িশা
[B] রাজস্থান
[C] হরিয়ানা
[D] পাঞ্জাব
পাঞ্জাব
(৯) ভোজ জলাভূমি রামসার সাইট ভারতের কোন রাজ্যে অবস্থিত?
[A] মধ্যপ্রদেশ
[B] অন্ধ্রপ্রদেশ
[C] উত্তরপ্রদেশ
[D] হিমাচল প্রদেশ
মধ্যপ্রদেশ
(১০) হিমাচল প্রদেশের পং বাঁধ হ্রদ রামসার সাইট কোন নদীর ওপর গড়ে উঠেছে?
[A] শতদ্রু
[B] বিপাশা
[C] চন্দ্রভাগা
[D] বিতস্তা
বিপাশা