-->

Ads Area

12th December 2024 Current Affairs in Bengali || ১২ ডিসেম্বের ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স||

 

 12th December 2024 Current Affairs in Bengali || ১২ ডিসেম্বের ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স||




12th December 2024 Current Affairs in Bengali || ১২ ডিসেম্বের ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স||


1.  Unicef day পালন করা হয় ১১ই ডিসেম্বর। বছরের থিম হলো - Listen of future

 

2.  আবহাওয়া পূর্বাভাসের জন্য Gencast নামে একটি AI মডেল

করলো Google

 

3.  বিশ্বের প্রথম গবেষণা সংস্থা হিসেবে ভ্রমণে মস্তিষ্ক এর বিস্তারিত 3D high-resolution images প্রকাশ  করল IIT Madras

 

4.  ১৮ থাকে ৭০ বছর বয়সে মহিলাদের স্বেচ্ছাসেবী বীমা এজেন্ট হিসেবে ক্ষমতাহীত করতে Bima sakhi  yojana চালু করল প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী।

 

5.  রাজ্যের শিল্প কারিগরদের সাহায্য করার জন্য kalaignra handIcrafts scheme চালু করল  তামিলনাড়ু সরকার।

 

6.  USB billionaire ambitions report অনুযায়ী  ২০২৪ সালের billionaire সংখ্যা দাঁড়িয়েছে ১৮৬ তে।

 

7.  Guwhati Masters Badmintor 2024 men's single টাইটেল জিতেছে সতীশ কুমার

 

8.  সম্প্রতি ৯২ বছর বয়সে মারা গেছেন কর্ণাটকের প্রাপ্তম মুখ্য মন্ত্রী এস এম কৃষ্ণ

 

9.  জর্জিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রীয় দূত হিসেবে নিযুক্ত হয়েছেন অভয় কুমার।

 

10.  South Indian International Movie Awards (SIIMA) 2024- সেরা অভিনেত্রী তকমা পান ঐশ্বরিয়া রায়।

Post a Comment

0 Comments

Ads Area