ভারতীয় সংবিধান প্রশ্ন ও উত্তর
ভারতীয় সংবিধান প্রশ্ন ও উত্তর
১. গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ সচ্চিদানন্দ সিংহ।
২. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তরঃ ড. রাজেন্দ্রপ্রসাদ।
৩. ভারতীয় সংবিধানের উদ্দেশ্যসমূহ সংক্রান্ত প্রস্তাব কে উত্থাপন করেছিলেন ?
উত্তরঃ জওহরলাল নেহরু।
৪. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তরঃ লর্ড মাউন্টব্যাটেন।
৫. স্বাধীন ভারতের প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?
উত্তরঃ জি.ভি. মভলঙ্কার।
৬. গণপরিষদের সহ-সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ হরেন্দ্রকুমার মুখোপাধ্যায়।
৭. গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তরঃ দিল্লীর কনস্টিটিউশন হলে।
৮. কে গণপরিষদকে কংগ্রেস পরিষদ বলে মন্তব্য করেন ?
উত্তরঃ অধ্যাপক জে.সি.
জোহারি।
৯. কে গণপরিষদকে আইনজীবীদের স্বর্গ বলে অভিহিত করেছিলেন ?
উত্তরঃ আইভর জেনিংস।
১০. “গণপরিষদের ছিল কংগ্রেস এবং কংগ্রেস ছিল ভারত” - উক্তিটি কার ?
উত্তরঃ গ্রেনভিল অস্টিনের।