27th December 2024 Current Affairs in Bengali || ২৭ ডিসেম্বের ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স||
●World Green Economy Forum উদ্ধোধন করা হয়েছে দুবাইতে।
● India Digital Agri Conference 2024 অনুতষ্ঠি হলো নিউ দিল্লী।
● SCO Summit 2024 হোস্ট করবে পাতকস্তান।
● তেলেঙ্গানায় Women Entrepreneurship Platform
(WEP)-এর প্রথম চ্যাপ্টার লঞ্চ করলো NITI Aayog।
● ১৪টি উচ্চতম পর্বত জয় করা কনিষ্ঠতম শেপার হলেন রিমা রিনজি।
● ভারতের প্রথম'Co-Districts' ধারণাটি চালু করেছে আসাম।
● ভারতের দ্বিতীয় বৃহত্তম প্রজাপতি বৈচিত্র কেন্দ্র হিসাবে স্বীকৃতি পেল কাজিরাঙা জাতীয় উদ্যান।
● দীর্ঘস্থায় কিডনি রোগীদের জন্য বিনামূল্য ডায়ালাইসিস পরিষেবা চালু করল হারিয়ানা।
● Reserve Bank of India (RBI)-এর Executive
Director হিসাবে নিযুক্ত হলে অভিরাল জৌন।
● সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলের নাম পরিবর্তন করে'Maharishi Valmiki Residential Schools' রাখবে কর্ণাটক।