রেলওয়ে
গ্রুপ ডি প্রশ্ন উত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় রেলওয়ে গ্রুপ ডি প্রশ্ন উত্তর PDF থেকে অনেক প্রশ্ন
. । রেলওয়ে গ্রুপ ডি প্রশ্ন উত্তর PDFটি সম্পূর্ণ বিনামূল্যে
ডাউনলোড করতে এই পোস্টটির
নীচে যান এবং ডাউনলোড
করুন।
রেলওয়ে গ্রুপ ডি প্রশ্ন উত্তর PDF - Railway Group D Question Answers
1. রাজ্যসভার
কোনও সদস্য তার ইস্তফাপত্র জমা
দেন কাকে?
(a) স্পিকারকে
(b) দলীয়
প্রধানকে
(c) রাজ্যসভার
সভাপতিকে
(d) প্রধানমন্ত্রীকে
উত্তর- রাজ্যসভার সভাপতিকে
2. কোন
সংস্থার স্লোগান ‘ প্রস্তুত থাকে ?
(a) রেড
ক্রস
(b) স্কাউট
অ্যান্ড গাইডস
(c) অ্যামনেস্টি
ইন্টার ন্যাশনাল
(d) ইন্টারপোল
উত্তর- স্কাউট অ্যান্ড গাইডস
3. কাঁচকে
হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায়,
কিন্তু ধাতু ফাটে না
কারণ কাঁচ তাপের–
(a) সুপরিবাহী
(b) কুপরিবাহী
(c) অন্তরক
(d) অর্ধপরিবাহী
উত্তর-
কুপরিবাহী
4. স্ত্রী
কন্ঠস্বর পুরুষের থেকে তীক্ষ্ণ কেন
?
(a) উচ্চ
কম্পাঙ্কের জন্য
(b) উচ্চ
বিস্তারের জন্য
(c) নিম্ন
কম্পাঙ্কের জন্য
(d) দুর্বল
স্তর গ্রন্থির জন্য
উত্তর-
উচ্চ কম্পাঙ্কের জন্য
5. স্টেথোস্কোপ
যে ঘটনার ব্যবহারিক প্রয়োগ তা হল :
(a) শব্দের
অনুরণন
(b) শব্দের
প্রতিফলন
(c) শব্দের
প্রতিসরণ
(d) কোনওটিই
নয়
উত্তর- শব্দের প্রতিফল
6. সাধারণ
তাপমাত্রায় কোন ধাতুটি তরল
অবস্থায় থাকে ?
(a) Na
(b) Br
(c) Hg
(d) Ga
উত্তর-
Hg
7. ইস্পাতকে
কঠিন করার জন্য আমরা
যােগ করি :
(a) সিলিকন
(b) কার্বন
(c) ক্রোমিয়াম
(d) ম্যাঙ্গানিজ
উত্তর-
কার্বন
8. ট্রিটিয়াম
যে মৌলের আইসােটোপ তা হল :
(a) অক্সিজেন
(b) ক্লোরিন
(c) হাইড্রোজেন
(d) কোনওটিই
নয়
উত্তর- হাইড্রোজেন
9. রেফ্রিজারেটর
– এ শীতল কারক হিসেবে
ব্যবহৃত হয় :
(a) অক্সিজেন
(b) নাইট্রোজেন
(c) ফ্রেয়ন
(d) কোনওটাই
নয়
উত্তর- ফ্রেয়ন
10. ক্ষারীয়
দ্রবণে ফিনলপ থ্যালিনের বর্ণ :
(a) নীল
(b) গাঢ়
গোলাপী
(c) বেগুনি
(d) সবুজ
উত্তর-
সবুজ
11. মিনামাটা
ব্যাধি কোথায় কবে ঘটেছিল ?
(a) 1955 জাপানে
(b) 1986 রাশিয়া
(C) 1984 ভুপাল
(d) কোনটিই
নয়
উত্তর-
1955 জাপানে
12. মানবদেহে
বিষক্রিয়াজনিত ইটাই ইটাই রোগের
কারণ:
(a) পারদ
(b) আর্সেনিক
(c) সীসা
(d) ক্যাডমিয়াম
উত্তর-
সীসা
13. ইকোলজিক্যাল
পিরামিড ধারণাটির প্রবক্তা কে ?
(a) ট্যান্সলে
(b) ডারউইন
(c) হেকেল
(d) এলটন
উত্তর- এলটন
14. নন
বায়োড়িগ্রডেবল প্রকৃতির আবর্জনা হল:
(a) পলিথিন
(b) আমের
ত্বক
(c) চাপের
পাতা
(d) লেবুর
খোসা
উত্তর-
পলিথিন
15. প্লাসটিকের
দহনে উৎপন্ন হয় :
(a) জলীয়
বাষ্প
(b) নাইট্রিক
অক্সাইড
(c) সালফার
ডাই অক্সাইড
(d) বিষাক্ত
ডাই অক্সিন
উত্তর- বিষাক্ত ডাই অক্সিন
16. ক্লোরোফ্লুরো
কার্বন (CFC) গ্যাস
সীমিত করার উদ্দেশ্য প্রথম
কোথায় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ?
(a) মন্ট্রিল
(b) কিরোটো
(c) কোপেনহেগেন
(d) ভিয়েনা
উত্তর-
মন্ট্রিল
17. বেশি
কিয়োটো শব্দ শোষণ করে
এমন বৃক্ষ হল :
(a) নিম,
তেঁতুল, অোশক
(b) আম,
জাম, কাঁঠাল
(c) আম,
জাম, লিচু
(d) পাইন,
ফার, দেবদারু
উত্তর- পাইন, ফার, দেবদারু
18. লিউকোমিয়ার
ঔষধ তৈরি হয় :
(a) সর্পগন্ধা
উদ্ভিদ থেকে
(b) সিঙ্কোনা
উদ্ভিদ থেকে
(c) ধুতুরা
উদ্ভিদ থেকে
(d) নয়নতারা
উদ্ভিদ থেকে
উত্তর-
নয়নতারা উদ্ভিদ থেকে
19. পরিবেশ
সংক্রান্ত মামলায় ফয়সালা করার জন্য কবে
গ্রিনবেঞ্চ গঠন করা হয়
?
(a) 1980
(b) 1986
(c) 1886
(d) 1990
উত্তর- 1986
20. নীচের
কোনটি জলাশয়ে জল পরিষ্কারের জন্য
ব্যবহৃত হয় ?
(a) ক্ল্যামাইডোমোনাস
(b) আইকরনিয়া
(c) ক্লোরেল্লা
(d) কোনটিই
নয়
উত্তর- (c)
ক্লোরেল্লা
21. ইকোসিস্টেমে
শক্তির মূল উৎস হল
:
(a) উৎপাদক
(b) বায়োমাস
(c) সূর্যালোক
(d) খাদ্য
উত্তর- ক্লোরেল্লা
22. বার্ণিশ
রং -এ নীচের কোনটি
ব্যবহার করা হয় ?
(a) রেকটিফায়েড
স্পিরিট
(b) ইথাইল
অ্যালকোহল
(c) গ্লিসারল
(d) মেথিলেটেড
স্পিরিট
উত্তর-
মেথিলেটেড স্পিরিট
23. কম্পিউটারের
কী বাের্ডে কতগুলি ফাংশন কী থাকে ?
(a) 14 টি
(b) 13 টি
(c) 11 টি
(d) 12 টি
উত্তর-
12 টি
24. সালোকসংশ্লেষে
আলোক বিশ্লেষণ প্রক্রিয়ার আবিষ্কার করেন কোন বিজ্ঞানী
?
(a) রোবিন
হিল
(b) হ্যানস
ক্রেব
(c) ব্ল্যাকম্যান
(d) রবার্ট
হুক
উত্তর-
রোবিন হিল
25. স্কার্ভি
রোগ প্রতিহত হয় কোন ভিটামিন
দ্বারা ?
(a) ভিটামিন
B-12
(b) ভিটামিন
K
(c) ভিটামিন
C
(d) ভিটামিন
D
উত্তর-
ভিটামিন
26. নীচের
কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে ?
(a) নেফ্রিডিয়া
(b) নেফ্রন
(c) যকৃৎ
(d) অগ্ন্যাশয়
উত্তর- নেফ্রন
27. নীচের
কোনটি প্রোটোজোয়াঘটিত রোগ ?
(a) কলেরা
(b) জন্ডিস
(c) ম্যালেরিয়া
(d) বসন্ত
উত্তর-
ম্যালেরিয়া
28. পশ্চিমবঙ্গের
মালভূমির বেশির ভাগ অংশই কোন
জেলায় অবস্থিত ?
(a) মেদিনীপুর
(b) মুর্শিদাবাদ
(c) পুরুলিয়া
(d) বর্ধমান
উত্তর-
পুরুলিয়া
29. নীচের
কোনটি ‘ আগস্ট অফার’ এর প্রস্তাব ছিল
?
(a) ক্রমান্বয়ে
ভারতের পূর্ণ স্বাধীনতা
(b) ডোমিনিয়ন
স্ট্যাটাস
(c) প্রাদেশিক
স্বায়ত্ত শাসন
(d) কেন্দ্রে
প্রতিনিধিত্ব মূলক সরকার
উত্তর-
ডোমিনিয়ন স্ট্যাটাস
30. 1912 সালে
লর্ড হার্ডিঞ্জের ওপর কে আক্রমণ
চালিয়ে ছিলেন ?
(a) রাসবিহারী
বসু
(b) ভগৎ
সিং
(c) ক্ষুদিরাম
বসু
(d) অজিত
সিং
উত্তর-
রাসবিহারী বসু
31. নীচের
কোনটি ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ নয় ?
(a) মান্নার
উপকূল
(b) নন্দাদেবী
(c) ভিতর
কণিকা
(d) সুন্দরবন
উত্তর-
ভিতর কণিকা
32. নীচের
কোন সমুদ্র বন্দরগুলির মধ্যে প্রাকৃতিক বন্দর রয়েছে ?
(a) চেন্নাই
(b) বিশাখাপত্তনম
(c) হলদিয়া
(d) নিউ
তুতিকোরিন
উত্তর- চেন্নাই
33. নীচের
রাজ্যগুলির মধ্যে কোথায় পঞ্চায়েতিরাজ ব্যবস্থা চালু হয়নি ?
(a) নাগাল্যান্ড
(b) ওড়িশা
(c) রাজস্থান
(d) অন্ধ্রপ্রদেশ
উত্তর-
নাগাল্যান্ড
34. উপরাষ্ট্রপতিকে
পদচ্যুত করার ক্ষমতা রয়েছে
:
(a) রাজ্যসভার
(b) লােকসভার
(c) সংসদের
(d) সুপ্রিম
কোর্টের
উত্তর- রাজ্যসভার
35. সুব্রত
কাপ কোন খেলার সঙ্গে
যুক্ত ?
(a) হকি
(b) ফুটবল
(c) বাস্কেটবল
(d) ব্যাডমিন্টন
উত্তর- ফুটবল
Download: রেলওয়ে গ্রুপ ডি প্রশ্ন উত্তর PDF
File Details:-
File Name:- গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমানা PDF[www.knowlege.in]
File Format:- PDF
Quality:- High
File Size:- 2MB
File Location:- Google Drive