-->

Ads Area

ব্যাঙ্ক অফ বারোদা ম্যানেজার পদে নিয়োগ করতে চাইলে এখুনি দেখুন – নলেজ

 

ব্যাঙ্ক অফ বারোদা ম্যানেজার পদে নিয়োগ করতে চাইলে এখুনি দেখুন নলেজ

মাসিক বেতন ৪৮৪৮০ টাকা, কি কি যোগ্যতা লাগবে সরা সরি দেখে নাও ...

 

Bank of Baroda

 Recruitment




 

ব্যাঙ্কের চাকরি করতে যারা ইচ্ছুক, তাদের জন্য সুখবর। খুব শীঘ্রই ব্যাঙ্ক অফ বারোদা ম্যানেজারের পদে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য শূন্য পদের তালিকা, মাসিক বেতন, আবেদনের শেষ তারিখ ইত্যাদি জানতে  শেষ পর্যন্ত পড়ুন এখুনি দেখুন..

 

পদের নাম

ম্যানেজার।

শূন্যপদ- 

১২৬৭ টি

 

শিক্ষাগত যোগ্যতা- ন্যূনতম গ্র্যাজুয়েট পাশ করতে হবে। কিছু কিছু পদের জন্য MBA লাগবে, কিছু কিছু পদের জন্য MCA লাগবে কোথাও আবার পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাগবে।

 চাকরির খবরঃ রেলওয়ে অধীনস্থ দপ্তরে সিভিল  মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ

আরও পড়ুনঃ মোটর ভেইকেল ইন্সপেক্টর পদে নিয়োগ করতে চলেছে পিএসসি

 

বয়সসীমা- একাধিক পদের জন্য বয়স সীমা বিভিন্নভাবে নির্ধারিত করা হয়েছে এক্ষেত্রে। ন্যূনতম ২২  - ৪৫ বছর পর্যন্ত একজন প্রার্থী আবেদন করতে পারবেন এই ব্যাঙ্কের একাধিক পদে।

 

মাসিক বেতন- এই পদের জন্য মাসিক বেতন ৪৮৪৮০ টাকা।

 

আবেদন পদ্ধতি-www.bankofbaroda.co.in – অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থীদের অবশ্যই একটি উপযুক্ত ইমেল আইডি কন্টাক্ট নম্বর থাকতে হবে।

পরীক্ষা পদ্ধতি- অনলাইনের মাধ্যমে পরীক্ষা হবে। মোট ১৫০ নাম্বারের পরীক্ষা হবে। রিজনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটি অ্যাপটিটিউড যথাক্রমে ২৫ করে নম্বর পার্সোনাল নলেজের উপর ৭৫ নম্বর থাকবে। পরবর্তীতে পাশ করা প্রার্থীদের মধ্যে থেকে বেছে নিয়ে ইন্টারভিউতে ডাকা হবে।

 

আবেদন ফি- 

 

জেনারেল, ডব্লিউ এস ওবিসিদের আবেদন ফি

৬০০ টাকা

SC, ST PWD -দের আবেদন ফি

১০০ টাকা

 

আবেদনের শেষ তারিখ- এই পদের জন্য ২৮.১২.২০২৪ থেকে ১৭.o.২০২৫ এর মধ্যে আবেদন করা যাবে।

 

Official Notification: Download Now

 

Post a Comment

0 Comments

Ads Area