30th December 2024 Current Affairs in Bengali || ৩০ ডিসেম্বের ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স|
1. সম্প্রতি কেন - বেতওয়া নদীয়ার সংগ্রাম প্রকল্প ভিত্তি প্রস্তুত স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
2. Asian youth and junior weightlifting championship 2024 এ ভারত মোট ৩৩টি পদক
জিতল যার মধ্যে ৭টি
সোনা,১৬ টি রুপো এবং ১০ টি ব্রোঞ্জ।
3. কেরালার নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলে রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার।
4. উত্তরাখণ্ডের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন বিচারপতি
গুহোনাথন নরেন্দ্র।
5. King cup intarnational batminton open 2024 এ তৃতীয় স্থান অর্জন করলো ভারতের
লক্ষ্য সেন।
6. King cup intarnational batminton open 2024 অনুষ্ঠানিত হলো চিনে।
7. সম্প্রতি সংসদ ভেঙে দিয়েছেন জার্মানির রাষ্ট্রপতি।
8. 67th National shooting championship এ men's 25 meter rapid fire pistol ইভেন্টের
সোনার মেডেল জিতলেন ভারতের বিজয়বীর সিধু।
9. 21th third eye Asian Film festival অনুষ্ঠিত হবে মুম্বাইতে।
10. সম্প্রতি আফ্রিকার বৃহত্তম বিনিয়োগকারী হয়ে উঠলেন সংযুক্ত আরব আমিরাত
কারেন্ট অ্যাফেয়ার্স......👇👇👇