-->

Ads Area

General Knowledge part - 2

 আজ শেয়ার করছি General Knowledge part - 2   

যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন  উত্তর দেওয়া 

আছে যা  বিভিন্ন চাকরির পরীক্ষাতে  এসে থাকে । 





প্রশ্নঃ ভূমিকম্পের প্রাবাল্য পরিমাপ করার জন্য কোন স্কেলটি ব্যবহার করা হয়

উত্তরঃ রিখটার স্কেল।

 

প্রশ্নঃ ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন ?

উত্তরঃ মহম্মদ বিন তুঘলক। 

 

প্রশ্নঃ নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেছিলেন ?

উত্তরঃ ১৭৩৯ সালে। 

 

প্রশ্নঃ "স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়" -কে রচনা করেন ?

উত্তরঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। 

 

প্রশ্নঃ কোন সালে তিলক "কর দেব না" অভিযান করেছিলেন ?

উত্তরঃ ১৮৯৯ সালে। 


 Also Read :  ||1st December 2024 Current Affairs in Bengali || ১ পইলা ডিসেম্বের ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স|| https://www.knowlege.in/2024/12/1st-december-2024-current-affairs-in.html

প্রশ্নঃ "দ্য লাস্ট সাপার" কে অঙ্কন করেছিলেন ?


উত্তরঃ লিওনার্দো দ্য ভিঞ্চি। 

 

প্রশ্নঃ ভারতে সর্বোচ্চ সাহিত্যের পুরস্কার -

উত্তরঃ জ্ঞানপীঠ। 

 

প্রশ্নঃ ভাকরা-নাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর নির্মিত -

উত্তরঃ শতদ্রু। 

 

প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম -দ্বীপ হলো -

উত্তরঃ গঙ্গা -দ্বীপ। 

 

প্রশ্নঃ রাষ্ট্রপতি কত বছর অন্তর অর্থ কমিশন গঠন করে ?

উত্তরঃ  বছর। 

 

প্রশ্নঃ বিশ্ব বাণিজ্য সংস্থার আর এক নাম কি ?

উত্তরঃ GATT.

 

 

প্রশ্নঃ "তারিখ--ফিরোজশাহী" গ্রন্থটির রচয়িতা কে ?

উত্তরঃ জিয়াউদ্দিন বরানী। 

 

প্রশ্নঃ জালালউদ্দিন মঙ্গরবানি কে ছিলেন ?

উত্তরঃ খোয়ারিজম খিবার শাসক। 

 

প্রশ্নঃ ভারতে বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল ?

উত্তরঃ মহারাষ্ট্র। 

 

প্রশ্নঃ ১৯৪৬ সালে তেভাগা আন্দোলন কোথায় ঘটেছিল ?

উত্তরঃ বাংলা। 

 

প্রশ্নঃ মুদ্রার ওপর সিংহের মুখ আবিষ্কৃত হয়েছিল -

উত্তরঃ সাঁচি। 

 

প্রশ্নঃ জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত ?

উত্তরঃ লাহোর 

 

প্রশ্নঃ লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?

উত্তরঃ মণিপুর 

 

প্রশ্নঃ আরাবল্লী হল প্রাচীন -

উত্তরঃ ভঙ্গিল পর্বত। 

 

প্রশ্নঃ পোলাভরম প্রোজেক্ট যে নদীর সঙ্গে যুক্ত তা হল -

উত্তরঃ গোদাবরী 


 Also Read : Important wars and years in Indian history(ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ যুদ্ধ ও সাল) https://www.knowlege.in/2024/11/important-wars-and-years-in-indian.html


প্রশ্নঃ ভারতের উচ্চতম গ্র্যাভিটি বাঁধ হল -

উত্তরঃ ভাকরা।

 

Tags

Post a Comment

0 Comments

Ads Area