আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে
GK part - 8
1. জনতা পার্টি থেকে পৃথক হয়ে ভারতীয় জনতা পার্টি কবে গঠিত হয় ?
উত্তরঃ ১৯৮০ সালে।
2. ইকোলজির বিজ্ঞান সম্মত সংজ্ঞা প্রথম কে দেন ?
উত্তরঃ হেকেল।
3. ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ ফুটবল।
4. Economic Nightmare of India বইটির লেখক কে ?
উত্তরঃ চরণ সিং।
5. দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে ?
উত্তরঃ কোয়েম্বাটুরকে।
6. ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় ?
উত্তরঃ ব্যাঙ্গালুরু।
7. ডেকান ট্র্যাপ কথাটির অর্থ কি ?
উত্তরঃ দক্ষিণাত্যের সিঁড়ি।
8. মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত ?
উত্তরঃ বীরভূম।
9. আপেলের রাজ্য কাকে বলা হয় ?
উত্তরঃ হিমাচল প্রদেশ।
10. World Book and Copyright Day কবে পালন করা হয় ?
উত্তরঃ ২৩শে এপ্রিল।