-->

Ads Area

GK Part-08

  আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন  উত্তরযা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে





GK part - 8 



1. জনতা পার্টি থেকে পৃথক হয়ে ভারতীয় জনতা পার্টি কবে গঠিত হয়

উত্তরঃ ১৯৮০ সালে। 

 

2. ইকোলজির বিজ্ঞান সম্মত সংজ্ঞা প্রথম কে দেন

উত্তরঃ হেকেল। 

 

3. ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত

উত্তরঃ ফুটবল। 

 

4. Economic Nightmare of India বইটির লেখক কে

উত্তরঃ চরণ সিং। 

 

5. দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে

উত্তরঃ কোয়েম্বাটুরকে। 

 

6. ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়

উত্তরঃ ব্যাঙ্গালুরু। 

 

7. ডেকান ট্র্যাপ কথাটির অর্থ কি ?

উত্তরঃ দক্ষিণাত্যের সিঁড়ি। 

 

8. মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত

উত্তরঃ বীরভূম। 

 

9. আপেলের রাজ্য কাকে বলা হয়

উত্তরঃ হিমাচল প্রদেশ। 

 

10. World Book and Copyright Day কবে পালন করা হয়

উত্তরঃ ২৩শে এপ্রিল। 

 

Tags

Post a Comment

0 Comments

Ads Area