-->

Ads Area

GK Part-09

   আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন  উত্তরযা তোমাদের 

পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে






1.Industries Act কত সালে গৃহীত হয়েছিল

উত্তরঃ ১৯৫১ সালে। 

 

2. সরকার কবে শিল্পনীতি ঘোষণা করে

উত্তরঃ ১৯৪৮, ৬ই এপ্রিল। 

 

3. জামিরখানা মসজিদ কে স্থাপন করেন

উত্তরঃ আলাউদ্দিন খিলজী। 

 

4. কাকুরঘাটি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত

উত্তরঃ ছত্রিশগড়। 

 

5. কোন নদীর উপত্যকায় রবার চাষ হয়

উত্তরঃ পেরিয়ার। 

 

6. National Highway Authority of India (NHAI) সংস্থাটি কত সালে

 গঠিত হয়

উত্তরঃ ১৯৮৮ সালে। 

 

7. রাজা টোডরমল কোন শাসকের সঙ্গে যুক্ত ছিলেন

উত্তরঃ আকবর। 

 

8. জোসেফ ডুপ্লে কোথাকার প্রশাসক হিসাবে নিযুক্ত হয়েছিলেন

উত্তরঃ পন্ডিচেরি। 

 

9. কার প্রকৃত নাম উলুঘ খান

উত্তরঃ গিয়াসউদ্দিন বলবন। 

 

10. স্বাধীন ভারতের প্রথম বিচারপতি কে ছিলেন

উত্তরঃ হরিলাল জে কানাইয়া। 

 

Tags

Post a Comment

0 Comments

Ads Area