-->

Ads Area

IDO Recruitment 2025

IDO Recruitment 2025

জানতে নলেজ এ দেখুন ....www.knowlege.in





 পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনেরথেকে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার নিয়োগের একটি শর্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে করতে চাইলে এখুনি দেখুন – নলেজ এ দেখুন.....


IDO Recruitment 2025....


পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের থেকে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার নিয়োগের একটি শর্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুন্যপদ, আবেদন শুরু শেষের তারিখ ইত্যাদি বিষয়গুলি খুব শীঘ্রই ডিটেইলড নোটিফিকেশন প্রকাশ করে জানানো হবে বলে ঘোষণা করা হয়েছে। 

 চাকরির খবরঃ রেলওয়ে অধীনস্থ দপ্তরে সিভিল  মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ


ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার নিয়োগের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন ফি, নিয়োগ পদ্ধতি ইত্যাদি সাধারণ বিষয়গুলি নিম্নে উল্লেখ করা আছে।

 

IDO নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

 

  •  পদের নাম:: ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার 

 

  •  শিক্ষাগত যোগ্যতা:: যেকোনো  ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হতে হবে।

 

  •  বয়সসীমা:: আবেদনকারীর বয়স ৩৯ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সর্বোচ্চ বয়সে সরকারী নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।

 

  • আবেদন পদ্ধতি:: অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে

 

 আবেদন মূল্য:

 General

 ১৬০

 SC,ST,

 Nill


 
 নিয়োগ পদ্ধতি:: লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ

 

       গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ::

 

শর্ট নোটিফিকেশন

Download

অফিশিয়াল ওয়েবসাইট

Click Here

আমাদের টেলিগ্রাম চ্যানেল

Click Now

 

পিএসসি IDO পরীক্ষার ডিটেইলড নোটিফিকেশন এবং ফর্ম ফিলাপ কবে থেকে শুরু হবে ইত্যাদি ।

জানতে এই ওয়েবসাইট ফ্ললও করুন .......

 

Post a Comment

0 Comments

Ads Area