-->

Ads Area

ভারতীয় সংবিধান প্রশ্ন ও উত্তর part -04

 ভারতীয় সংবিধান প্রশ্ন ও  উত্তর

 part -04




ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে ?


উত্তরঃ প্রস্তাবনা।



ভারতে পঞ্চায়েতি রাজ কত সালে শুরু হয়েছিল ?


উত্তরঃ ১৯৫৯ সালে।



ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন আইন কত সালে করা হয়েছিল ?


উত্তরঃ ১৯৫১ সালে।



পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি ?


উত্তরঃ জেলা পরিষদ।



ভারতের গণপরিষদ গঠিত হয় কত সালে ?


উত্তরঃ ১৯৪৬ সালে



ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক অধিকার আছে ?


উত্তরঃ ছয়টি।



রাজ্যসভার নির্বাচিত সদস্যদের কার্যকাল কত বছর ?


উত্তরঃ ছয় বছর।



ভারতের সংসদ -কক্ষ বিশিষ্ট ?


উত্তরঃ দ্বিকক্ষ।



লোকসভার স্পিকারকে কে নিযুক্ত করেন ?


উত্তরঃ লোকসভার সদস্যগণ।



১০পঞ্চায়েত কার্যনির্বাহক আধিকারিককে কি বলে ?


উত্তরঃ বিডিও।

Tags

Post a Comment

0 Comments

Ads Area