4th
November Current Affairs in Bengali
![]() |
4th November Current Affairs in Bengali |
1.২০২৪ অক্টোবর মাসে মোট GST সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা-১.৮৭
2.World
Agriculture Forum-এর সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হলেন কে-Dr
Jacqueline d'Arros Hughes
3.কোন কোম্পানির MD এবং CEO হিসেবে নিযুক্ত হয়েছেন প্রবীণা রাই- Multi
Commodity Exchange (MCX)
4.কোন কোন দেশের মধ্যে ৯তম যৌথ সামরিক মহড়া 'GARUD SHAKTI 24' পরিচালিত হতে চলেছে- ভারত-ইন্দোনেশিয়া
5.কোথায় ২৫ লক্ষ প্রদীপ জ্বালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছে -অযোধ্যা
6.Asian
ArmWrestling Cup 2024 জিতেছে কোন দেশ
কাজাখস্তান (ভারত রানার আপ হয়েছে)
7.NDMC-এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে- কেশব চন্দ্র
8.প্রাথমিক পর্যায়ের স্টার্টআপগুলির জন্য Elevate 2024 স্কিম চালু করেছে কোন রাজ্য সরকার- কর্ণাটক
9.সম্প্রতি প্রয়াত কে এস পুট্টস্বামী কোন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ছিলেন -কর্ণাটক
10.আলবেনিয়ার তিরানায় অনুষ্ঠিত Seniors World Wrestling
Championships-এ মহিলাদের ৫৯ কেজি বিভাগে ভারতের মানসী আহলাওয়াত কীসের মেডেল জিতলেন?- ব্রোঞ্জ
Also read: R recruitment CIL MT 2024: Coal India Limited (CIL) 2024 Notification Out for 640 Posts
Also read: 26 অক্টোবর, 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স
Also read: Sai Recruitment 2024
Also read: 1st November Current Affairs in Bengali