26th December 2024 Current Affairs in Bengali || ২৬ ডিসেম্বের ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স||
1. ভারতের বীরবল দিবস পালন করা হয় ২৬ই ডিসেম্বর।
2. টোঙ্গার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলে aisake eke।
3. সম্প্রতি ৯০বছর বয়সে মারা গেলেন চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল।
4. Junior White House policy advisor of artificial intelligence হিসাবে ভারতের বংশোদ্ভুত শ্রীরামকৃষ্ণ কে নিযুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
5. মনিপুরের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন অজয় কুমার ভাল্লা।
6. South India education society কর্তৃত্ব Chandrashekhr Saraswati national award এ ভূষিত হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর।
7. Oil India limited - এর chief financial officer হিসেবে অভিজিৎ মজুমদারকে নিযুক্ত করা হয়েছে।
8. Telangana state film development corporation এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলে দিল রাজু।
9. The unyielding judge the life and legacy of justice A.N grover শিরোনামে বই লেখেন গৌরী গ্রোভার।
10. মানবতার প্রতি অতুলনীয় সেবার জন্য Asian specific virtual society দ্বারা lifetime achievement award এ সম্মানিত হলেন বিশাখা ত্রিপাঠি।