রেলওয়ে
অধীনস্থ দপ্তরে সিভিল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ, আবেদনের যোগ্যতা কি লাগবে? কি ভাবে আবেদন করবে ? তা সব দাও আছে …..
- RITES ENGINEER Recruitment Notification
ভারতীয়
রেলওয়ে অধীনস্থ সংস্থা Rail India Technical
and Economic Service (RITES) এর
পক্ষ থেকে প্রকাশিত হলো
কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এক্ষেত্রে বেশ কয়েকটি শূন্যপদে
কর্মী নিয়োগ হতে চলেছে। এই
নিয়োগের লিখিত পরীক্ষায় থাকছে না, কোনরকম নেগেটিভ
মার্কিং। এই বিজ্ঞপ্তি সম্পর্কে
বিস্তারিত তথ্য জেনে নেওয়ার
জন্য অবশ্যই পড়ে নিতে হবে
আজকের প্রতিবেদনটি।
গুরুত্বপূর্ণ
তারিখ:
আবেদন
শুরুর তারিখ: |
২০/১২/২০২৪ |
আবেদনের
শেষ তারিখ: |
০৯/০১/২০২৫ |
সম্ভাব্য
পরীক্ষার তারিখ: |
১৯/০১/২০২৫ |
যেসব
পদে নিয়োগ করা হবে-
পোস্ট |
UR |
EWS |
OBC(NCL) |
SC |
মোট |
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিভিল), |
৬ |
- |
২ |
১ |
৯ |
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (S&T), |
৩ |
- |
১ |
- |
৪ |
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইলেকট্রিক্যাল)। |
২ |
- |
- |
- |
২ |
মোট
শূন্য পদের সংখ্যা- প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে মোট শূন্য পদের
সংখ্যা রয়েছে ১৫ টি। (যার
মধ্যে ১১ জন UR, ৩
জন OBC এবং ১ জন
SC প্রার্থীকে নিয়োগ করা হবে)।
বয়সের
সীমা- ০৯/০১/২০২৫
তারিখের হিসাবে প্রতিটি চাকরি প্রার্থীর বয়স ৪০ বছরের
মধ্যে হতে হবে।
মাসিক বেতন- প্রতিমাসে ন্যূনতম ১৯,৫০৮/- টাকা
বেতন পাবেন চাকরি প্রার্থীরা।
পদ
অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা-
এক্ষেত্রে আলাদা আলাদা পদের জন্য আলাদা
আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। পদ অনুসারে
শিক্ষাগত যোগ্যতার সমস্ত তথ্য নিচে দেওয়া
হল।
১)
অ্যাসিস্ট্যান্ট
ম্যানেজার (সিভিল): এই পদে আবেদনকারীদের
AICTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং
ডিগ্রি অথবা ডিপ্লোমা কোর্স
করে থাকতে হবে।
২)
অ্যাসিস্ট্যান্ট
ম্যানেজার
(S&T): এই
পথে আবেদনের জন্য AICTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স অথবা
টেলিকমিউনিকেশন ইত্যাদি বিষয়ে ব্যাচেলার ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স
করে থাকতে হবে।
৩)
অ্যাসিস্ট্যান্ট
ম্যানেজার (ইলেকট্রিক্যাল):AICTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ইলেকট্রনিক্স
অথবা ইলেকট্রিক্যাল বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে চাকরিপ্রার্থীরা এই পদের জন্য
আবেদন জানাতে পারবেন।
শিক্ষাগত
যোগ্যতা সম্পর্কে আরও বিশদে সমস্ত
তথ্য জেনে নেওয়ার জন্য
অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশনটি দেখে নেবেন।
আবেদন
পদ্ধতি- সমস্যার পক্ষ থেকে প্রকাশিত
বিজ্ঞপ্তি অনুসারে যোগ্য ব্যক্তিরা অবশ্যই অনলাইন মাধ্যমে http://www.rites.com এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন জানাতে
পারবেন। অনলাইন মাধ্যমে আবেদন পত্রটি যথেষ্ট সততার সঙ্গে পূরণ করে প্রয়োজনীয়
ডকুমেন্টগুলি আপলোড করে দিতে হবে।
এবং সবশেষে আবেদন মূল্য প্রদান করে আবেদনটি জমা
করে দিতে হবে।
নিয়োগ
পদ্ধতি-
লিখিত পরীক্ষার এবং ইন্টারভিউ এর
মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বেছে নিয়ে কর্মী
হিসেবে নিয়োগ করা হবে। লিখিত
পরীক্ষার ক্ষেত্রে মোট ১২৫টি অবজেক্টিভ
প্রশ্নের উত্তর দিতে হবে। লিখিত
পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই ইন্টারভিউ
এর জন্য ডাক পাবেন
চাকরিপ্রার্থীরা।
আবেদন
মূল্য:
General/OBC :
|
৬০০/- টাকা |
EWS/ SC/ST/
PWD |
:৩০০/-
টাকা |